Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা নির্বাচন: সুনামগঞ্জে তিন পদে ১৬২ জনের মনোনয়ন দাখিল


১১ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১৩ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সুনামগঞ্জ: পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপে সুনামগঞ্জে তিন পদে ১৬২টি মনোনয়ন দাখিল হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন দাখিলের শেষ সময়। বিভিন্ন উপজেলার রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

প্রথম ধাপে সুনামগঞ্জের দশটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক রিটার্নিং কর্মকর্তা অনুসারে, জেলায় চেয়ারম্যান পদে মোট ৩৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে একটি বাদে নয় উপজেলাতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, পুরো জেলাজুড়ে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন ।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সুনামগঞ্জ সদর উপজেলায় উপজেলায় আ.লীগের বিদ্রোহী সহ চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন চার জন, সদরে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাত জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন মনোনয়ন জমা দিয়েছেন ।

এছাড়া, বিশ্বম্ভরপুর উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে চার জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আট জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন মনোনয়ন জমা দিয়েছেন; দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহীসহ চেয়ারম্যান পদে পাঁচ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চার জন এবং মহিলা ভাইস পাঁচ জন পদে মনোনয়ন জমা দিয়েছেন; দোয়ারাবাজার উপজেলায় আ.লীগের বিদ্রোহী সহ উপজেলা চেয়ারম্যান পদে সাত জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন মনোনয়ন জমা দিয়েছেন; ছাতক উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে তিন জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আট জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন মনোনয়ন জমা দিয়েছেন; জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে তিন জন, ভাইস পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাত জন মনোনয়ন জমা দিয়েছেন; তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে চার জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন মনোনয়ন জমা দিয়েছেন; দিরাই উপজেলায় চেয়ারম্যান পদে চার জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন মনোনয়ন জমা দিয়েছেন; শাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে দুই জন; পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাত জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন মনোনয়ন জমা দিয়েছেন; ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান পদে চার জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন মনোনয়ন জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ আরএ

উপজেলা নির্বাচন মনোনয়ন দাখিল সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর