খুলনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা
১১ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৬ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
খুলনায় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে মৃত্যু হয়েছে গোপালগঞ্জ পৌর যুবলীগ ও জেলা ছাত্রলীগের ৫ নেতার।
রোববার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১১টার দিকে খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সারাবাংলাকে সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
এদিকে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হামিদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, গোপালগঞ্জ পৌর যুবলীগের সহ সভাপতি সাদিকুল আলম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ, ছাত্রলীগ সদস্য অনিমুল ইসলাম ও জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক গাজী ওয়ালিদ মাহমুদ।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রাত সোয়া ১১টার দিকে একটি প্রাইভেটকার রূপসা সেতু এলাকা থেকে আসছিল, অপরদিকে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে আরেকটি দ্রুতগামী ট্রাক রূপসা সেতুর দিকে যাচ্ছিল। লবণচরা থানা এলাকার খেজুর বাগান অতিক্রম করার সময় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ট্রাকের সামনে এসে পড়লে তাকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সারাবাংলা/টিএস