নিজ বাসা থেকে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষের লাশ উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩২ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১৬
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ার ভবনে নিজ বাসা থেকে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকেই ওই বাসায় কর্মরত তিন গৃহকর্মী নিখোঁজ রয়েছে। পুলিশ ধারণা করছে, তারাই মাহফুজা চৌধুরীকে হত্যা করে পালিয়েছে।
রোববার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় তার লাশ উদ্ধার করা হয় বলে সারাবাংলাকে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।
জানা গেছে, সায়েন্স ল্যাব এলাকায় সুকন্যা টাওয়ারের ১৬/সি নম্বর ফ্ল্যাটে থাকতেন ৬৬ বছর বয়সী মাহফুজা চৌধুরী পারভীন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ, স্বামী ইসমত কাদির গামা।
ডিসি মারুফ বলেন, ওই বাসায় তিন জন গৃহকর্মী কাজ করতেন। ঘটনার পর থেকে তাদের কাউকেই পাওয়া যাচ্ছে না। ওই বাসা থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগও পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, তারা তিন জন মাহফুজা চৌধুরীকে হত্যা করে পালিয়েছে।
ডিসি মারুফ আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) টিম রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।
সারাবাংলা/ইউজে/এসএইচ/টিআর