ময়মনসিংহে প্রশ্নফাঁস চক্রের ১ সদস্য আটক
১০ ফেব্রুয়ারি ২০১৯ ২২:২৫ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে সুমন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। র্যাবের দাবি, আটক ব্যক্তি প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য।
রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাফিজুল ইসলাম বাবু জানান, জেলার হালুয়াঘাটের মধ্য ধুরাইলস্থ এলাকায় প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের কিছু সদস্য অবস্থান করেছে বলে তারা খবর পান। এর ভিত্তিতে শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে সেখানে অভিযান চালানো হয়। পরে তাকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।
এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল সেট, চারটি সিমকার্ড ও ১১ পাতা ফেসবুকের স্ক্রিনশট প্রিন্ট প্রশ্নপত্রের ছবি উদ্ধার করা হয়।
সারাবাংলা/এসএমএন