Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র গ্রেফতার


১০ ফেব্রুয়ারি ২০১৯ ২২:১৪

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন এক কলেজছাত্র। রোববার (১০ ফেব্রুয়ারি) রাকিব মুন্সি (১৯) নামে ওই কলেজছাত্রকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেফতার রাজু মঠবাড়িয়ার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আনোয়ার জানান, ওই কলেজছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে রোববার সকালে থানায় মামলা করে এক স্কুলছাত্রী। পরে অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার থেকে জানা গেছে, ওই স্কুলছাত্রী ও রাকিবের বাড়ি কাছাকাছি হওয়ার সুবাদে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তবে বিভিন্ন সময় রাকিব ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। গত শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে রাকিব ওই ছাত্রীর বাড়িতে এসে তাকে ধর্ষণ করে। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে রাকিব পালিয়ে যায়।

ওসি জানান, নির্যাতিত স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য তাকে পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

সারাবাংলা/এসএমএন

কলেজছাত্র ধর্ষণ ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর