Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমতলী পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগ প্রার্থী নির্বাচিত


১০ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৪৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বরগুনা: বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিদ্বন্দ্বী অপর চার প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করলে তাকে বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন।

আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, নির্বাচনে মতিয়ার ছাড়াও জিল্লুর রহমান, মো. চান গাজী, মো. মোশাররফ স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে রোববার বিকেলে স্বতন্ত্র তিন প্রার্থী একযোগে তাঁদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে নৌকার প্রার্থী হিসেবে বহাল মতিয়ার রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

এছাড়াও তিনটি ওয়ার্ডে প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়া ওইসব ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সারাবাংলা/এসএমএন

আওয়ামী লীগ আমতলী পৌরসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর