Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার সাংবাদিক দম্পতির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা


১০ ফেব্রুয়ারি ২০১৯ ২১:০৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে এক সাংবাদিক দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোরশেদুল আলমের আদালতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩ মার্চের মধ্যে খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে নুরুল আজম উল্লেখ করেন, সাংবাদিক জীতেন বড়ুয়া ও তার স্ত্রী মিলে গোপন ভিডিও ধারণ করে তা দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতারণা ও জালিয়াতি করে টাকা আদায় করে আসছেন। এর ধারাবাহিকতায় নুরুল আজমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এই দম্পতি। এই টাকা না দেওয়ায় নুরুল আজমের ফেসবুক আইডি হ্যাকের মাধ্যমে মিথ্যাচার ও চরিত্রহনন করে তার ১০ কোটি টাকার মানহানি করেছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবদুল মমিন জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩৪, ২২, ২৩, ২৫(ক), ২৯, ৩১ ধারা, পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(২ ও ৪) ধারা এবং দণ্ডবিধি আইনের ৪২০, ২০৯, ৩৮৫, ৫০৫(ঘ) ও ৩৪ ধারায় সাংবাদিক নুরুল আজম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মোরশেদুল আলমের আদালতে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৩ মার্চের মধ্যে খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে সাংবাদিক জীতেন বড়ুয়া বলেন, ‘পূর্বশত্রুতার জেরে নুরুল আজম মামলা করেছেন। কিছুদিন আগে তিনি আমার স্ত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। তাই নিজের দোষ আড়াল করতে আমাদের বিরুদ্ধে উল্টো মামলা করেছে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারী খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার স্ত্রী সাংবাদিক নুরুল আজমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করেন। পরে ২০ জানুয়ারি আদালত থেকে জামিন নেন তিনি।

সারাবাংলা/এসএমএন

আপত্তিকর ভিডিও খাগড়াছড়ি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা সাংবাদিক দম্পতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর