কাভার্ড ভ্যানচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
১০ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৫০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ২১:০৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নরসিংদী: নরসিংদীতে কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাধবদী পৌর এলাকার টাটাপাড়া এলাকার রক্সি (২৭) ও পৌলানপুর এলাকার রাব্বী মিয়া (২১)।
এ ঘটনায় কাভার্ডভ্যান চালক ইয়াছিন মিয়াকে আটক করেছে পুলিশ।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, মোটরসাইকেলটি স্থানীয় সড়ক থেকে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার সময় মাধবদী থেকে নরসিংদীগামী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রক্সি ও রাব্বীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ জিম্মায় নিতে আবেদন করেছেন বলে জানান ওসি।
সারাবাংলা/এসএমএন