Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে নারীকে কুপিয়ে হত্যা


১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৪২ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার একটি ভবনের চার তলায় ঢুকে সালমা (৩৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় রাবেয়া (৩৫) নামে আহত হয়েছেন আরেক নারী। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসেছি। এখানে রক্তাক্ত এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরেক নারীকে আহত অবস্থায় করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কে বা কারা, কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।

ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই যাত্রাবাড়ীর ওই ভবনের নাম রাইছা ভিলা। ভবনটির চার তলায় এ হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয়রা বলছেন, চলতি ফেব্রুয়ারি মাসের ১ তারিখে ওই বাসা নিয়েছিলেন ওই দুই নারী।

যাত্রাবাড়ী বিভাগের পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়রুল ইসলাম সারাবাংলাকে বলেন, ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে। বিস্তারিত পরে জানানো হবে।

সারাবাংলা/এসএইচ/টিআর

নারীকে হত্যা যাত্রাবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর