Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমদানি-রফতানি পণ্য শতভাগ স্ক্যানিং হবে: অর্থমন্ত্রী


১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৪ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৮

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: আমদানি ও রফতানিতে অনিয়ম ঠেকাতে সব পণ্যই এখন থেকে শতভাগ স্ক্যানিং করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা ব্যবসায়ী বান্ধব। তাই, ব্যবসায়ীদের দেশ ও সংস্কারবান্ধব হতে হবে। আমরা কোনো ব্যবসায়ীকে কষ্ট দিতে চাইনা।

রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমাদের গোল একটাই আর তা অর্জন করতে হবে। এ জন্য দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। যারা কর দেয় তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলবেন, চা খাবেন, কোনো সমস্যা নেই। তাছাড়া, নতুন যারা চাকরিতে আসবেন তাদের প্রথম দিন থেকেই ভাল কথা শোনাবেন।

মন্ত্রী আরো বলেন, প্রত্যেক জেলায় এনবিআর এর নিজস্ব অফিস করা হবে। যাতে সমন্বিতভাবে কাজ করা যায়। জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে রাজস্ব আদায় অসঙ্গতি রয়েছে। তাই রাজস্ব আয় বাড়াতে হবে।

মোশারফ হোসেন ভূইঁয়া বলেন, জুলাই থেকে ভ্যাট আইন কার্যকর হবে। এ জন্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হবে।

সারাবাংলা/জেজে/জেএএম

অর্থমন্ত্রী আমদানি-রফতানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর