Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর


১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রংপুর: মাঠ সমতল রয়েছে কি না তা যাচাইয়ে উপজেলা নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, নির্বাচনে হেরে গেলে বিএনপি কারচুপির অভিযোগ করে। তবে নির্বাচনের মাঠ সবার জন্য সমতল থাকবে।

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

টিপু মুনশি বলেন, ‘তাদের নির্বাচনে আসা উচিত। তাদের দলকে ধরে রাখতে গেলে গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। আমি মনে করি গণতান্ত্রিক দল হিসেবে তাদের সবাইকে নিয়ে নির্বাচনে আসা উচিত। এবং দলকে সংগঠিত করে একটা ভালো বিরোধী দলের ভূমিকা পালন করা উচিত। আজকের বিরোধী দল কালকে তো ক্ষমতায় যেতেও পারে।’

তবে জামায়াত ও যুদ্ধপরাধীদের সঙ্গ ত্যাগ করে বিএনপিকে রাজনীতি করার পরামর্শ দেন বাণিজ্যমন্ত্রী।

সারাবাংলা/এসএমএন

উপজেলা নির্বাচন টিপু মুনশি বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর