Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাজ মিডিয়ার আজিজসহ ২০ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা


১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৯ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫১

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: জনতা ব্যাংক থেকে ১ হাজার ৭৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাজ মাল্টিমিডিয়ার মালিক এম এ আজিজসহ ২০ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

রোববার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর চকবাজার থানায় মামলাগুলো দায়ের করা হয় বলে সারাবাংলাকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

তিনি জানান, ১৭৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মামলাগুলোয় । এতে ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদের এবং তার ভাই জাজ মাল্টিমিডিয়ার মালিক ও ক্রিসেন্ট ফুটওয়্যারের চেয়ারম্যান এম এ আজিজ এবং সোনালী ব্যাংকের ডিএমডি জাকির হোসেনসহ ২০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ৩০ জানুয়ারি ৯১৯ কোটি ৫৬ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাচারের দায়ে মানিলন্ডারিং আইনে ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদের ও সরকারি ব্যাংকের দুই ডিএমডিসহ ১৭ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চকবাজার মডেল থানায় দায়ের করা ৩ মামলায় ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস, রিমেক্স ফুটওয়্যার ও ক্রিসেন্ট ট্যানারিজ লিমিটেডের বিরুদ্ধে যথাক্রমে ৪২২.৪৬ কোটি টাকা, ৪৮১.২৬ কোটি টাকা ও ১৫.৮৪ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়।

এই ঘটনায় ঐ দিনই ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস ও ক্রিসেন্ট ট্যানারিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ কাদেরকে গ্রেফতার করে শুল্ক গোয়েন্দা।

সারাবাংলা/এসজে/একে

অর্থ আত্মসাৎ জনতা ব্যাংক সোনালী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর