Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ায় আইএস জঙ্গিদের শেষ ঘাঁটি উচ্ছেদে অভিযান


১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

সিরিয়ার পূর্বাঞ্চল ও ইরাকের সীমান্তবর্তী এলাকায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের শেষ ঘাঁটি উচ্ছেদের পরিকল্পনা করছে মার্কিন সমর্থিত সিরিয়ার সৈন্যরা।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর এক মুখপাত্র সংবাদ সংস্থা এপিকে জানান, সবচেয়ে দুর্ধর্ষ  আইএস জঙ্গিরা তাদের শেষ আশ্রয় আঁকড়ে আছেন।

গত দুই বছর আগেও ইরাক ও সিরিয়ার অনেক অঞ্চল দখল করে রেখেছিল আইএস জঙ্গিরা। কিন্তু যুদ্ধে পরাজিত হয়ে তারা এখন সিরিয়ার পূর্বাঞ্চলের ডের আল-জোহর নামে এলাকা আশ্রয় নিয়েছে।

শনিবার আরও অন্তত ২০ হাজার সাধারণ নাগরিকদের ওই অঞ্চল ছেড়ে পালিয়ে যাবার সুযোগ করে দেওয়া হয়েছে। এরপরই চূড়ান্ত আক্রমণ চালানোর পরিকল্পনা বলে জানিয়েছেন এসডিএফ-এর মুখপাত্র মোস্তফা বালি।

এপিকে এই মুখপাত্র জানান, এটি দক্ষ আইএস সৈন্যদের সর্বশেষ ঘাঁটি। যুদ্ধ কতটা ভয়ংকর হবে তা অনুমান করা যায়।

২০১৪ সালে আইএস নিজেদের খেলাফত গড়ে তোলার ঘোষণা দেয়। ইরাক ও সিরিয়ায় তারা যে ভূমি দখল করে নিয়েছিল তা  আয়তনে যুক্তরাজ্যের সমান ও প্রায় ৮০ লাখ জন অধ্যুষিত।

আইএস জঙ্গিরা মার্কিন হামলায় দুর্বল হয়ে যাওয়ায় ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে দু হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে।

ট্রাম্প বুধবার বলেন, হয়তো কয়েক সপ্তাহের মধ্যে আমরা আইএস যোদ্ধাদের নিয়ন্ত্রণে আনতে পারবো।

সারাবাংলা/এনএইচ

ইসলামিক স্টেট (আইএস) সিরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর