গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু
১০ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
গাজীপুর: গাজীপুরের ইটাহাটায় বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক মৃতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ। রোববার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে কালিয়াকৈর থেকে পলাশ পরিবহন একটি যাত্রীবাহী বাস গাজীপুরের দিকে আসছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। এ সময় একজন আহত হয়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মুক্তার হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে।
সারাবাংলা/এমএইচ