এলজিআরডি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী
১০ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৪১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: সরকারের বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যান।
এ সময় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এলজিআরডি মন্ত্রণালয় পরিদর্শনকালে বিভিন্ন অধিদফতর-বিভাগ প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া, সচিবালয়ের সাত নম্বর ভবনে অষ্টম ফ্লোরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
টানা তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বেশকটি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে তিনি সবকটি মন্ত্রণালয় পরিদর্শন করবেন।
সারাবাংলা/একে