Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমদানি নির্ভরতা কমানোর পরিকল্পনা করছে সরকার: এনবিআর চেয়ারম্যান


৯ ফেব্রুয়ারি ২০১৯ ২২:২১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নরসিংদী: আমদানি নির্ভরতা কমিয়ে ভবিষ্যতে বাংলাদেশ রফতানিকারক দেশ হিসেবে পরিচিত হতে চায় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। এজন্য সরকার আমদানি করা পণ্যের মাধ্যমে অধিক শুল্ক আদায়ের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীতে স্যামসং-ফেয়ার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্লান্ট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।

মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশ একটি বিরাট মার্কেট, যা পৃথিবীর অন্য কোথাও খুবই কম। যার কারণ হলো আমাদের দেশের বৃহৎ জনগণ। বহুজাতিক কোম্পনিগুলো যাতে বাংলাদেশে তাদের কারখানা স্থাপনে আগ্রহী হয় সে লক্ষ্যে নানা ধরনের প্রনোদনা দিচ্ছে সরকার। আমরা শুধু নিজেদের প্রয়োজনেই না, আমরা রফতানিও করতে চাই।’

কারখানা পরিদর্শনের সময় নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাওনাইন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুবসহ প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএমএন

 

আমদানি নির্ভরতা এনবিআর চেয়ারম্যান ফেয়ার গ্রুপ

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর