বিশ্বমানের শিক্ষা অর্জনে সরকারের সাফল্য প্রশংসনীয়: দস্তগীর গাজী
৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৫২ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৫৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: বাংলাদেশের ইতিহাসে শিক্ষাবান্ধব সরকার বলতে আওয়ামী লীগ সরকারকেই বোঝায় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেছেন, কারণ আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কিছু না কিছু করেছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আওয়ামীলীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে দেশের শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী সাফল্য এসেছে। বিশ্বমানের শিক্ষা অর্জনে সরকারের সাফল্য প্রশংসনীয়। সরকারের যুগান্তকারী পদক্ষেপে প্রতি বছরে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বই পৌছে দিয়ে বই উৎসব পালন করা হয়। বছরের প্রথম দিনে নতুন বই পাওয়ায় ক্ষুদে শিক্ষার্থীরা পড়াশোনায় আরো মনোযোগী হবে। শিক্ষাবান্ধব সরকারের অধীনেই দেশ শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে।’
বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের হাতে বছরের প্রথমদিন বই হাতে তুলে দেয়ার কারণে ঝরে পড়া রোধ হওয়ার পাশাপাশি শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সরকারের এমপি-মন্ত্রীরা সততা ও নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এর ফলেই উন্নয়নের মহাসড়কে রয়েছে দেশ।
মন্ত্রী আরও বলেন, জঙ্গি-সন্ত্রাসবাদ, দুর্নীতি-মাদকমুক্ত জাতি গঠনের লক্ষ্যেই আওয়ামী লীগের প্রার্থীদেরকে বিপুল ভোটে বিজয়ী করে শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করেছেন দেশবাসী। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সাপ্তাহিক রূপকণ্ঠ পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি লায়ন আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া, তারাব পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ভুঁইয়া, তারাব পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ নুরু, তারাব পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরে আলম ভুঁইয়া, তারাব পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, তারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা ফেরদৌসী, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুমসহ অন্যরা।
সারাবাংলা/এসএমএন
আওয়ামী লীগ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) শিক্ষাবান্ধব সরকার