Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ রুপার গহনাসহ আটক ১


৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৩ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে ৪৫ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপার গহনা ও ১ কেজি ইমিটেশনের গহনাসহ উজ্জল হোসেনকে (৩৪) আটক করেছে বিজিবি। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে দর্শনা মিলপাড়ার থেকে তাকে আটক করা হয়। আটক উজ্জল দর্শনা মিল পাড়ার আলম হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা উজ্জল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরে ২টি ব্যাগে রাখা ৪৫ কেজি ৫ শ গ্রাম ভারতীয় রুপার গহনা ও ১ কেজি ইমিটেশনের গহনাসহ উজ্জল হোসেনকে আটক করা হয়। জব্দকৃত রুপা ও ইমিটেশনের গহনার আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা।

আটক ব্যক্তিসহ রুপা ও ইমিটেশনের গহনা দামুড়হুদা মডেল থানায় জমা দেওয়া হয়েছে  বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ

অভিযান আটক গহনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর