Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্জালে আসিফ আকবর-ডলি সায়ন্তনীর ‘ভালোবাসি জানটা’


৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৪ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৭

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

আবারও একসঙ্গে গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। ‘ভালোবাসি জানটা’ শিরোনামে গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। আর মোহম্মদ মিলনের সুরে সংগীতায়োজন করেছেন এম.এম.পি রনি। শুধু গান না, গানের সঙ্গে তৈরি হয়েছে মিউজিক ভিডিও। যাতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন শেলিনা আফ্রি। গানটি ইতিমধ্যে অন্তর্জালে প্রকাশও পেয়েছে।


আরও পড়ুন :  শেষ লড়াইয়ে নাফিসা আলী


নতুন গান প্রসঙ্গে আসিফ বলেন, বিয়ে বাড়ি অথবা যে কোনো অনুষ্ঠানে অনেকে সাধারনত হিন্দি গান বাজায়। আমার বিশ্বাস ‘ভালোবাসি জানটা’ এখন থেকে বিভিন্ন অনুষ্ঠানে মানুষ বাজাবেন। মজার ব্যাপার হচ্ছে গানটির ভিডিওতে আমি এবার বেশকিছু নতুন নাচের মুদ্রা দিয়েছি, যেটা দর্শকদের ভালো লাগবে।

মিউজিক ভিডিও’র পরিচালক ওসমান মিরাজ বলেন, আসিফ ভাইকে নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ ছিল। তিনি যেমন অসম্ভব ভালো গান করেন, তেমনি খুব ভালো পারফর্মেন্সও করেন। আশা করছি গান ও ভিডিও দুটিই দর্শকদের ভালো লাগবে।

সারাবাংলা/আরএসও


আরও পড়ুন :

.   চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটি

.   দেশের ঊর্ধ্বে কিছুই নেই, দেশের জন্য কাজ করবো: সুবর্ণা মুস্তাফা

.   বলিউডের পঙ্কজ ‘ঢাকা’য়!


আসিফ আকবর ডলি সায়ন্তনী ভালোবাসি জানটা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর