পিকনিক বাসে আড়াই লাখ ইয়াবা, আটক ৬
৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫৫ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫৬
।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজারের টেকনাফ থেকে আসা একটি পিকনিক বাসে তল্লাশি করে প্রায় আড়াই লাখ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। বাস থেকে ছয়জনকে আটক করা হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে নগরীর শাহ আমানত সেতু এলাকায় বাসটিতে অভিযান চালায় র্যাব সদস্যরা।
র্যাব চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম সারাবাংলাকে জানান, টেকনাফ থেকে পিকনিক করতে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। চট্টগ্রাম নগরীতে প্রবেশের সময় শাহ আমানত সেতুতে সেটি আটকে তল্লাশি করা হয়।
বাসের সিটের উপরে লাগেজ রাখার স্থানে ইয়াবা রেখে সেখানে টিন দিয়ে আটকে দেওয়া হয়েছিল বলে জানান এই র্যাব কর্মকর্তা।
ফাহিম বলেন- বাসের অনেক যাত্রী জানতেন না, সেখানে ইয়াবা আছে। কিন্তু যে ৬ জনকে আমরা আটক করেছি, তারা জানতেন বলে আমরা নিশ্চিত হয়েছি।
সারাবাংলা/আরডি/এমএইচ