Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ছয় দিনব্যাপী চলচ্চিত্র উৎসব


৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৮

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪২৫’। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ছয় দিনব্যাপী উৎসবটি অনুষ্ঠিত হবে।

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালেয়ে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের নেতারা এতথ্য জানান।

সংসদের সাধারণ সম্পাদক পিটার জেভিয়ার রোজারিও বলেন, ‘আমার ভাষার চলচ্চিত্র’ ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত একটি নিয়মিত চলচ্চিত্র উৎসব। যা প্রতিবছর ফেব্রুয়ারি মাসে পালিত হয়। উৎসবটি মূলত ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে আয়োজিত হয় এবং একই সাথে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বহন করে।

আয়োজকরা জানান, উৎসবটি উদ্বোধন করবেন ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

১৩ই ফ্রেব্রুয়ারি তথ্যমন্ত্রী হাসান মাহমুদসহ বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিবর্গের উপস্থিতিতে পূর্ববর্তী বছরের শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রকে ‘হীরালাল সেন পদক’ প্রদান করা হবে । ১৫ই ফেব্রুয়ারি ‘চলচ্চিত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা’ শীর্ষক বিশেষ সেমিনার এবং তারপর চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আব্দুল কাইয়ুম জয়, প্রচার সম্পাদক রায়হান কামাল হোসাইন, দপ্তর সম্পাদক জুবলী রহমতসহ সংগঠনটির সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর