Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্তমান সরকার উন্নয়নমুখী ও শিক্ষাবান্ধব: পাটমন্ত্রী


৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১৫ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নমুখী ও শিক্ষাবান্ধব বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

তিনি বলেন, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের বুলেটে তার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি প্রণয়ন করেছেন।  আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী।

শুক্রবার (৮ ফেব্রুয়া‌রি) বি‌কে‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া সরকারি ক‌লেজের বীরপ্রতীক গাজী অডিটরিয়ামে ৪৮ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কা‌রিগরী শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের শীতকালীন ক্রীড়া প্র‌তি‌যোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

অনুষ্ঠা‌নের আয়োজন ক‌রে রূপগঞ্জ উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া স‌মি‌তি রূপগঞ্জ উপজেলা শাখা।

শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের উদ্যোগ সম্পর্কে গোলাম দস্তগীর গাজী বলেন, শেখ হাসিনা দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। বছরের প্রথম দিনে ৩৬ কোটি ২২ লাখ নতুন বই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন। দেশের শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধি করেছে। যে প্রধান শিক্ষক ১০ বছর আগে ৮ থেকে ১০ হাজার টাকা বেতন পেতেন এখন সে পদে ২৯ থেকে ৩০ হাজার টাকা বেতন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষাখাতে যে পরিমাণ উন্নয়ন হয়েছে অতীতে কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। দেশের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে আওয়ামী লীগের উন্নয়নের ছোঁয়া লাগেনি।

শিক্ষাজীবনে মায়ের ভূমিকা উল্লেখ করে দস্তগীর গাজী বলেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে এবং তার ভবিষ্যত গঠনে একজন মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। শিশুরা স্কুলে শিক্ষকদের কাছে থাকে ৬ ঘণ্টা আর বাকি ১৮ ঘণ্টা থাকে তার মায়ের কাছে। তাই সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকা শীর্ষে।

শিক্ষাক্ষেত্রে মেয়েদের অগ্রগতি সম্পর্কে তি‌নি ব‌লেন, খেলাধুলায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে যাচ্ছে। কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশে বিভিন্ন খেলায় মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে।

 এছাড়া, বর্তমানে খেলাধুলায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এ ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার অবদান অনস্বীকার্য বলে তিনি জানান।

রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান ভুঁইয়ার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফা‌তে মোহাম্মদ শ‌ফিকুল ইসলাম, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফের‌দৌসী আলম নীলা, উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভুঁইয়া, মারুফ-শারমীন স্মৃ‌তি সংস্থার সভাপ‌তি লায়ন আলহাজ্ব মোহাম্মদ মোজা‌ম্মেল হক ভুঁইয়া, মুড়াপাড়া সরকারি ক‌লে‌জের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার দাস, মুড়াপাড়া সরকারি ক‌লে‌জ ছাত্র সংস‌দের ভি‌পি শাহ‌রিয়ার পান্না সো‌হেল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বস্ত্র ও পাট মন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর