Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী


৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৪

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

আশুলিয়া: দুর্নীতিকে কখনও প্রশ্রয় দেওয়া দেওয়া হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়ার চারিগ্রাম এলাকায় চারিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। ডিজিটাল বাংলাদেশে এখন কেউ দুর্নীতি করতে পারবে না। মেধাশক্তি দিয়ে দেশকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে হবে।

এসময় তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, সাভার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন খাঁন, আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি শামিমুল আলম শামিম, ইউপি সদস্য শফিউল আলম সোহাগসহ আরও অনেকে।

সারাবাংলা/এনএইচ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর