Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বারি সরিষা-১৪ এর বাম্পার ফলনে মাঠ দিবস পালিত


৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুমিল্লা: বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারি) সরিষা-১৪ এর বাম্পার ফলনের ওপর মাঠ দিবস পালিত হয়েছে কুমিল্লার হোমনা ও তিতাসে ।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে হোমনা উপজেলার ঘনিয়ার চর ও তিতাস উপজেলার কেশবপুরে মাঠ দিবস পালিত হয়।

২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণে প্রদর্শনী বাস্তবায়ন দিবসের উদ্দেশ্যে। অনুষ্ঠানের আগে কৃষি কর্মকর্তারা কৃষকদের মাঠে নিয়ে বারি সরিষা-১৪ এর চাষ দেখান ও এর ফলন ও উৎপাদন বিষয়ে কৃষকদের মাঝে ধারণা দেন।

এতে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী। মাঠ দিবসে সভাপতিত্ব করেন হোমনা উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার আলী তিতাস উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আহসানুল বাশার।

মাঠ দিবসের অনুষ্ঠানে শতাধিক কৃষক- কৃষাণী অংশ নেয়।

সারাবাংলা/ এনএইচ

কুমিল্লা মাঠ দিবস

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর