Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, হেলপারের মৃত্যু


৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বগুড়া: জেলার বোয়ালকান্দি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে পুলিশ।

শুক্রবার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ট্রাকটির হেলপার আমিরুল ইসলামের মৃত্যু হয়। তিনি শেরপুরের রনবীরবালা গ্রামের রকিব উদ্দিনের ছেলে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ধুনট থেকে একটি ইট বোঝাই ট্রাক শেরপুর যাচ্ছিল। ট্রাকটি বোয়ালকান্দি এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আমিরুল ইসলাম মারা যান।

তিনি আরও জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

সারাবাংলা/ আরএ

ট্রাক খাদে বগুড়ায় সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর