গৌরীপুরে সৌদি নাগরিকের মৃত্যু
৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৩ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর ডৌহাখলা ইউনিয়নে আবু নাসের নামে এক সৌদি নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, আবু নাসের কয়েক বছর আগে থেকেই ডৌহাখলা আসছেন। তিনি ডৌহাখলা গ্রামের সানি নামের একজনের বাড়িতে থাকতেন। তিনি মদ্যপান করতেন বলেও জানা গেছে।
পুলিশ বলছে, বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাতে আবু নাসের মারা গেছেন। তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম ও গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সারাবাংলা/টিআর