Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭১ ভাগ ইটভাটা উন্নত প্রযুক্তিতে রূপান্তরিত: পরিবেশমন্ত্রী


৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১১ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দেশের ইটভাটার ৭১ দশমিক ৬৪ শতাংশকে উন্নত প্রযুক্তিকে রূপান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি জানান, উন্নত প্রযুক্তিতে রূপান্তরের ফলে এসব ইটভাটার মাধ্যমে বায়ু দূষণসহ সার্বিক পরিবেশ দূষণ কম হচ্ছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৮’ আইন অনুযায়ী ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও আইন অনুযায়ী ইটভাটা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে উন্নত প্রযুক্তির জ্বালানি সাশ্রয়ী এবং গ্রহণযোগ্য মাত্রায় বায়ু দূষণ হয়— এমন পদ্ধতির ইটভাটা স্থাপনের বিধান করা হয়েছে।

পরিবেশমন্ত্রী বলেন, উন্নত প্রযুক্তির ইটভাটায় জ্বালানি হিসেবে জ্বালানি কাঠ ব্যবহারের সুযোগ নেই এবং বায়ু দূষণসহ অন্যান্য পরিবেশ দূষণ তুলনামূলক কম হয়। আইনটি বাস্তবায়নে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন কাজ করছে। এরই মধ্যে দেশে বিদ্যমান ইটভাটার মধ্যে ৭১ দশমিক ৬৪ ভাগ ইটভাটাকে এমন উন্নত প্রযুক্তিতে রূপান্তরিত করা হয়েছে।

মন্ত্রী জানান, পরিবেশ অধিদফতরের ইটভাটায় সৃষ্ট বায়ু দূষণ ও অন্যান্য দূষণ নিয়ন্ত্রণে প্রচলিত পোড়া মাটির ইট উৎপাদন পর্যায়ক্রমে কমিয়ে বালু, সিমেন্ট ব্যবহার করে কমপ্রেসড ব্লক ইটের পদ্ধতিতে তৈরিতে উৎসাহ দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের ব্লক ইটের ব্যবহার প্রচলন করা গেলে ইটভাটায় জ্বালানি কাঠের ব্যবহার বন্ধ করাসহ সব ধরনের পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/টিআর

ইটভাটা পরিবেশ পরিবেশমন্ত্রী পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর