যৌন হয়রানির মামলায় সাংবাদিক সেকান্দার কারাগারে
৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৬ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নারী সহকর্মীর প্রতি যৌন হয়রানির অভিযোগে দায়ের হওয়া মামলায় একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক এম এম সেকান্দার মিয়ার (৩৪) জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ( ০৭ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন।
আসামির দুই দিনের রিমান্ড শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মবিন আহমেদ ভুইয়া আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান।
এদিন আসামির পক্ষের আইনজীবী প্রশান্তকুমার, তুহিনসহ আরও অনেকেই জামিনের আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ এ জামিনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৩ ফেব্রুয়ারি রাতে র্যাব-২ এর সদস্যরা সেকান্দার মিয়াকে তার বাসা থেকে আটক করে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক সারাবাংলাকে বলেন, এক নারীর অভিযোগের ভিত্তিতে আমরা সেকান্দারকে গ্রেফতার দেখিয়েছি।
চলতি মাসের ৩ ফেব্রুয়ারি শ্লীলতাহানির অভিযোগ এনে ওই নারী মামলাটি দায়ের করেন। মামলার বাদী অভিযোগ করেন, অফিসে সহকর্মী সেকান্দার শ্লীলতাহানি করেছেন, সেই সিসি ফুটেজ আছে। অনেক সাক্ষী আছে। তথ্য-প্রমাণ নিয়েই মামলা দায়ের করেছি।
সারাবাংলা/এআই/এনএইচ