জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইসিসি চেয়ারম্যান
৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫৮ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৮
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সন্ত্রীক স্মৃতিসৌধে আসেন তিনি।
সেখানে এসে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইসিসি চেয়ারম্যান। এসময় তিনি শহীদদের স্বরণে এক মিনিট নিরবে দাড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এসময় স্মৃতিসৌধে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন-এমপি। বিসিবির পরিচালক জালাল ইউসুফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সারাবাংলা/এসএন
আইসিসি চেয়ারম্যান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নাজমুল হাসান পাপন শশাঙ্ক মনোহর