সুনামগঞ্জে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে, নিহত ২
৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪৩ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
সুনামগঞ্জ: সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর উপজেলায় বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পলাশ ইউনিয়নের রনবিদ্যা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি এলাকায় যাচ্ছিল। বিশ্বম্ভরপু উপজেলার পলাশ ইউনিয়নের রনবিদ্যা এলাকার বেইলি সেতুতে উঠলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বেইলি সেতুর ভেঙে খাদে পড়ে যায়।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম সারাবাংলাকে জানান, এক জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরও একজনের মরদেহ ট্রাকের ভেতরে আটকে আছে।
তাৎক্ষকিভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
সারাবাংলা/এনএইচ