Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান সীমান্ত দিয়ে ঢুকল মিয়ানমারের আরও ৪০ নাগরিক


৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৪ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বান্দরবার: বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের বৌদ্ধ সম্প্রদায়ের আরও ৪০ জন নাগরিক। বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

এর আগে ১৬৩ জন মিয়ানমারের নাগরিক বাংলা‌দেশ সীমা‌ন্তের চাইক্ষাং পাড়ায় অবস্থান নেয়। নতুন ক‌রে এ ৪০ জনের প্রবেশের পর মিয়ানমার থেকে বাংরাদেশে আসা নাগরিকের সংখ্যা দাঁড়াল ২০৩ জনে। বর্তমা‌নে এসব তারা চাইক্ষ্যং পাড়ার কাছে সীমান্ত এলাকায় খোলা জায়গায় ত্রিপল দিয়ে তাবু বানিয়ে সেখানে বসবাস করছেন।

রেমাক্রী প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম এসব তথ্য  নি‌শ্চিত  ক‌রে‌ছেন। তি‌নি ব‌লেন, আশপাশের পাড়াগুলো থেকে খাদ্য দিয়ে এলাকাবাসীরা মিয়ানমারের বাসিন্দাদের সহায়তা করলেও তীব্র শীতের কারণে শিশু ও বৃদ্ধরা চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে।

এদিকে সীমান্তে মিয়ানমারের নাগরিকদের পরিস্থিতি পর্য‌বেক্ষণ কর‌তে সেখানে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে একটি পর্যক্ষেণ টিম পাঠা‌নো হ‌য়ে‌ছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি টহল দল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে।

বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহেদুর রহমান জানান, ‘সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আসা নাগরিকদের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে নিরাপত্তা বাহিনীর টিম পাঠানো হয়েছে। তাদের মনোভাব জানার পর সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে গত শনিবার মিয়ানমারের চিন রাজ্য থেকে ১৬৩ জন বৌদ্ধ নাগরিক পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের চাইক্ষাংয়ে প্রবেশ করে। এর আগে তারা সীমান্তের শূন্যরেখায় (নোম্যান্স ল্যান্ড) অবস্থান নেয়। বুধবার আরো ৪০ পরিবার সেখানে জড়ো হয়।

বিজ্ঞাপন

ডিসেম্বর থেকে মিয়ানমারের রাখাইন ও চিন রাজ্যে সেখানকার বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষের পর আতংকে খুমি, খেয়াং, বম ও রাখাইনসহ বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন সীমান্ত পথে বান্দরবান দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

এ ঘটনায় বান্দরবান ও কক্সবাজার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

সারাবাংলা/এসএমএন

অনুপ্রবেশ বান্দরবান মিয়ানমারের নাগরিক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর