আদালতে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে, নিরাপত্তা জোরদার
৭ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪৮ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৪
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: গ্যাটকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে কিছুক্ষণের মধ্যে কারাগার থেকে বকশিবাজারের আলিয়া মাদ্রাসার অস্থায়ী বিশেষ জজ আদালতে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এজন্য বকশিবাজার এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে আলিয়া মাদ্রাসার চারপাশে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়েছে। এ এলাকায় প্রবেশাধিকারে রয়েছে বিশেষ নজরধারী। আইন শৃঙ্খলার যেন কোনও অবনতি না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি-পেট্রোল) সানোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, বেলা সাড়ে ১১ টা থেকে ১২টার মধ্যে খালেদা জিয়াকে অস্থায়ী আদালতে নেওয়া হবে। এ সময় যেন আইন শৃঙ্খলার কোনও বিঘ্ন না ঘটে সেজন্য চারদিকে কড়া নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে।
গ্যাটকো দুর্নীতির মামলাটি পুরান ঢাকার বকশিবাজারের বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজারের আদালতে বিচারধীন রয়েছে।
সারাবাংলা/এসএইচ/এসএমএন