Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্যমেলার সময় একদিন বাড়লো


৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।। 
ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় একদিন বাড়ানো হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। বুধবার (৬ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় এক চিঠির মাধ্যমে মেলা কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত নিশ্চত করে।
বুধবার রাতে বাণিজ্যমেলার আয়োজক কমিটির সদস্য সচিব আবদুর রউফ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যবসায়ীদের দাবী ছিল মেলা দুই দিন বাড়ানো হোক। এর প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় দুই দিনের পরিবর্তে একদিন বাড়িয়ে দেয়।
প্রসঙ্গত, প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ১ জানুয়ারি প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার বাণিজ্যমেলা শুরু হয়েছিল ৯ জানুয়ারি। মাসব্যাপী চলমান এই মেলা শেষ হওয়ার কথা ছিল ৮ ফেব্রুয়ারি।
তবে ব্যবসায়ীরা মেলার সময় আরও দুইদিন বাড়ানোর জন্য আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে মেলা আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে এবারের মেলা শেষ হচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। সেদিনই অনুষ্ঠিত হবে মেলার সমাপনী অনুষ্ঠান।
সারাবাংলা/ইএইচটি/ইউজে/আরএফ 

বিজ্ঞাপন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর