করপোরেট সিম ব্যবহারেও আঙুলের ছাপ দিতে হবে
৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৬
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: করপোরেট সিম উত্তোলন, প্রতিস্থাপন, হস্তান্তর এবং নিস্ক্রিয়করণের ক্ষেত্রে প্রতিষ্ঠান অনুমোদিত ব্যক্তির আঙুলের ছাপ দেওয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। বুধবার (৬ ফেব্রুয়ারি) মোবাইল অপারেটগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
বিটিআরসি’র পরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ) লে. কর্নেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, এখন থেকে কোনো প্রতিষ্ঠানের অনুকূলে সিম বিক্রির ক্ষেত্রে কমিশনের নির্ধারিত ফরম পূরণ করতে হবে। আর মোবাইল কোম্পানিগুলোকে আগামী তিন মাসের মধ্যে করপোরেট গ্রাহকদের তথ্য সম্বলিত ফরম পূরণ করে কমিশনে পাঠাতে হবে।
সারাবাংলা/ইএইচটি/এটি