Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন করা যাবে না: মাহবুব তালুকদার


৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৫ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনকে সর্বাধিক গুরুত্বপূর্ণ নির্বাচন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কোনো প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত নির্বাচন করতে চায় না। উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।’ বুধবার (৬ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে ইটিআই ভবনে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মাহবুব তালুকদার বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশের স্বাধীনতার যাত্রা শুরু হয়েছিল। একটি জাতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালনা করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও পরিপালন পরিপূর্ণ রূপ লাভ করে না। একইসঙ্গে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সব কর্মযজ্ঞ বাস্তবায়ন অনিবার্য হয়ে ওঠে। এজন্য উপজেলা, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত গণতান্ত্রিক কাঠামোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘প্রতিটি উপজেলায় জনহিতকর কাজ, সুশাসন ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য ভোটের মাধ্যমে জনগণ যাদের বাছাই করবে, তারা সুষ্ঠু ও আইনানুগ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন, এটা জনপ্রত্যাশা।’

ইসি মাহবুব বলেন, ‘আমি মনে করি, উপজেলা পরিষদ পরিপূর্ণভাবে স্বায়ত্তশাসিত হওয়া প্রয়োজন।  এখানে অন্য কারও খবরদারি বা নিয়ন্ত্রণ থাকার কথা নয়।  উদাহরণ হিসেবে বলা যায়, উপজেলা পরিষদ জেলা পরিষদের অধীনস্থ নয়। কথাটা এজন্য বলছি যে, উপজেলা নির্বাচনের গুরুত্ব আমাদের সম্যক উপলদ্ধি করার প্রয়োজন রয়েছে। উপজেলা নির্বাচনে সৎ, নীতিবান, দক্ষ জনপ্রতিনিধির হাতে দায়িত্ব তুলে দেওয়ার কোনো বিকল্প নেই।’

বিজ্ঞাপন

উপলক্ষে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে মাহবুব তালুকদার বলেন,  ‘আমরা সবাই বলে থাকি,  নির্বাচন আইনানুগ হতে হবে। কথাটার কিছু ব্যাখ্যা প্রয়োজন। নির্বাচন আইনানুগ হওয়ার অর্থ সবার সম অধিকার ও সবার প্রতি সম আচরণ নিশ্চিত করা। এজন্য আমাদের কঠোর নিরপেক্ষতা অবলম্বন করতে হবে। কোনো প্রকার ভয়-ভীতি, লোভ বা প্রলোভনের কাছে আপনারা নতিস্বীকার করবেন না। নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সাহসিকতার সঙ্গে আপনারা দায়িত্ব পালন করুন।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সরাসরি নির্বাচন করে না। আপনাদের সাফল্যের ওপরই নির্বাচন কমিশনের সাফল্য নির্ভরশীল।’ ইসি কোনো বিতর্কিত নির্বাচন করতে চায় না বলেও তিনি জানান।

সারাবাংলা/জিএস/এমএনএইচ

উপজেলা নির্বাচন নির্বাচন কমিশন মাহবুব তালুকদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর