Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুস্থ প্রতিযোগিতা নাকি দ্বন্দ্ব, এখনই বলা যাচ্ছে না’


৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৭ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪৮

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট।।

ঢাকা: প্রতিটি উপজেলা থেকে চেয়ারম্যান পদে তিনজন করে প্রার্থীর নাম দেওয়ার কথা থাকলেও স্থানীয় এমপিরা একটি করে নাম কেন্দ্রে পাঠিয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে, এ বিষয়টিকে এখনই দ্বন্দ্ব বলতে নারাজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাদের এ প্রসঙ্গে কথা বলেন।

শুরুতে শুধুমাত্র তৃণমূল থেকে পাঠানো নামের ব্যক্তিদের কাছে মনোনয়ন ফরম বিক্রির কথা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করেছে আওয়ামী লীগ। মনোনয়ন ফরম সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। তাহলে তৃণমূলের দ্বন্দ্ব কী প্রকাশ্য রূপ নিলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, এখনই সেটা বলার সময় আসেনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দ্বন্দ্ব বলতে এটা বিদ্বেষপ্রসূত কোনো দ্বন্দ্ব নয়। খুব স্বাভাবিক কারণেই দলের ভেতরে সুস্থ একটা প্রতিযোগিতা হতেই পারে। মনোনয়নপত্র প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে। তারপর দ্বন্দ্ব কিনা সেটা বলা যাবে।’

অনেক উপজেলায় প্রভাব খাটিয়ে স্থানীয় সংসদ সদস্যরা নিজেদের লোক এমনকি আত্মীয়-স্বজনদের নাম পাঠিয়েছেন। এক্ষেত্রে কেন্দ্রের ভূমিকা কী হবে? জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মনোনয়নপত্র খতিয়ে দেখবো। এখানে কে কার ভাই বা বোন এসব কোনো প্রশ্ন নয়। জনগণের কাছে কার জনপ্রিয়তা কতটুকু, কে উইনেবল; কে ইলেকটেবল সেটা আমরা খতিয়ে দেখব।

বিজ্ঞাপন

তিনি আরও ব‌লেন, আমরা উপজেলায় একটি বর্ধিত সভায় নাম নির্ধারণের জন্য বলেছিলাম। ওই বর্ধিত সভায় যদি কোনো আত্মীয়ের নাম চলে আসে তাহলে তো কিছু করার নেই। আত্মীয় পরিচয়ের কারণে কারও রাজনৈতিক কর্মকাণ্ড চাপা পড়ে যাবে সেটা তো হতে পারে না।

সারাবাংলা/এমএমএইচ/জেএএম

আওয়ামী লীগ কাদের চেয়ারম্যান পদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর