Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সনদ নেই, তবু তিনি চিকিৎসক!


৬ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৪৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: নারায়ণগ‌ঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখার সময় ফাহামিদা আলম নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কদমতলীপুল এলাকায় অবস্থিত এম জেনারেল হাসপাতালে অভিযান চালি‌য়ে ওই ডাক্তারকে আটক করে র‌্যাব-১১।

র‌্যাব-১১ এর সিদ্ধিরগঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, ফাহামিদা আলম নামে ওই চিকিৎসকের নামের পাশে এমবিবিএস, এফসিপিএস ডিগ্রির নাম লেখা রয়েছে। তিনি নিজেকে অভিজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে দিনের পর দিন রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

তবে ডাক্তার পরিচয় দিলেও তিনি দেখাতে পারেন নি কোনো সনদপত্র। এমনকি তিনি যে হাসপাতালে বসেন সেই হাসপাতালেরও নেই প্রয়োজনীয় কোন নথিপত্র।

পরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফাহামিদা আলমকে ৬ মাসের কারাদণ্ড ও একই সঙ্গে এম হোসেন জেনারেল হাসপাতালকে সিলগালা করা হয়।

সারাবাংলা/এসএমএন

ভুয়া চিকিৎসক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর