রাজধানীতে কলেজ ছাত্রসহ দুইজনের মৃত্যু
৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা : রাজধানীর টিকাটুলি অভয় দাস লেনের একটি বাসায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। এছাড়া নাখালপাড়ায় নির্মানাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এসব ঘটনা ঘটে।
আত্মহত্যার অভিযোগ ওঠা নটরডেম কলেজ শিক্ষার্থীর নাম লতিফুল হাবীব শুভ (১৮)। নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত শ্রমিকের নাম জাহাঙ্গীর হোসেন (৩৮)।
শুভর খালাত ভাই রিদওয়ান জাহান বাবু জানায়, নটরডেম স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি। টিকাটুলির অভয় দাস লেনের একটি বাসায় বোনসহ ভাড়া থাকতেন শুভ। মঙ্গলবার দুপুরে দুই ভাই বোন বাসাতেই ছিলেন। হঠাৎ শুভ নিজের ঘরের দরজা বন্ধ করে দেন। কিছুক্ষন পর বোন আশা তাকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ পায়না। পরে বাবুসহ কয়েকজনকে খবর দিলে তারা দরজা ভেঙ্গে দেখতে পান ফ্যানের সঙ্গে শুভ ঝুলে আছেন। পরে সেখান থেকে দ্রুত নামিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুভর বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলায় বলেও জানিয়েছেন বাবু।
অন্যদিকে, তেজগাঁও এর নাখালপাড়ার নির্মাণাধীন একটি বাড়ির মালিক খলিলুর রহমান জানান, পূর্ব নাখালপাড়া বাগানবাড়ি এলাকায় তার চার তলা ভবনে কাজ চলছে। এই ভবনেই রড মিস্ত্রীর কাজ করতেন জাহাঙ্গীর। মঙ্গলবার দুপুরে তিন তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পরে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জাহাঙ্গীরের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বিশখা গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএমএন