Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন


৫ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিএসইসির ৬৭৪তম কমিশন সভায় এই বন্ড অনুমোদন করা হয়।

সভা শেষে বিএসইসি‘র নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। বন্ডটি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোস্পানি, করপোরেট প্রতিষ্ঠান ও অনান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে উত্তোলিত অর্থ দিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক টায়ার টু ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের ট্রাস্টি ও ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও এশিয়া টাইগার ক্যাপিটাল পাটর্নার ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে।

সারাবাংলা/জিএস/এমএনএইচ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বন্ড

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর