Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাল্লিকাট্টু দেখতে গিয়ে ২ জনের মৃত্যু 


১৭ জানুয়ারি ২০১৮ ১৬:৫৭ | আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ১৬:৫৯

আন্তর্জাতিক ডেস্ক

ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে দক্ষিণ ভারতের তামিল নাড়ুতে ২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় ভাষায় খেলাটি জাল্লিকাট্টু নামে পরিচিত।

বিতর্কিত এই খেলাটিতে হাজার হাজার মানুষের মধ্যে লম্বা শিং ওয়ালা ষাঁড় ছেড়ে দেওয়া হয়। খেলায় অংশগ্রহণকারীরা ষাঁড়ের পিঠে ওঠার চেষ্টা করে। খেলার নিয়মানুযায়ী যে ষাঁড়ের পিঠে উঠতে পারে সেই বিজয়ী হয়।

তবে ২০১৪ সালে ভারতে জাল্লিকাট্টু খেলাটিকে নিষিদ্ধ করে রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয়, ‘এটা খেলার নামে পশুর সঙ্গে নিষ্ঠুরতা।’

এরপর রাজ্যব্যাপী তুমুল আন্দোলনের মুখে রাজ্য সরকার আইনটি তুলে নিতে বাধ্য হয়। এর পরে খেলাটি রাজ্যজুড়ে আরও বেশি ছড়িয়ে পড়ে।

 

বিবিসিএর এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর জাল্লিকাট্টু খেলতে গিয়ে ২ জন নিহত ও ৬০ জনের মতো আহত হয়েছে।

এ ছাড়া গত বছরও বেশ কয়েকজন সেখানে জাল্লিকাট্টু খেলতে গিয়ে মারা যান।

খেলাটির ব্যাপারে অ্যাক্টিভিস্টরা জানিয়েছেন, অনেক মানুষের মধ্যে ষাঁড়গুলোকে ছেড়ে দেওয়ার কারণে তাদের ওপর মানসিক চাপ পড়ে বলে তারা ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে।

সারাবাংলা/এমআই

 

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর