Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাকে নরওয়ে ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর অভিনন্দন


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০১ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ ও ডেনমার্কের প্রধানমন্ত্রী লারস লোক রামজুন।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) পৃথক বার্তায় তারা শেখ হাসিনাকে অভিনন্দিত করেন।

বার্তায় উভয় দেশের রাষ্ট্রনেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের সঙ্গে ইউরোপের এই দেশদুটির সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ জানান।

এদিকে, প্রধানমন্ত্রীকে আরও শুভেচ্ছা জানিয়েছেন আলজেরিয়ার প্রধানমন্ত্রী আহমেদ ওয়াহাহি।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন, ওআইসি মহাসচিব ডক্টর ইউসুফ আল-ওথায়মিনসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সারাবাংলা/এনআর/এনএইচ

অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর