Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক প্রতিমন্ত্রী আবু সাঈদের প্রতারণার মামলার প্রতিবেদন ৪ মার্চ


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৭ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪৪

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: সাবেক প্রতিমন্ত্রী আবু সাঈদের বিরুদ্ধে নামের আগে অধ্যাপক ব্যবহার করার অভিযোগে প্রতারণার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৪ মার্চ ঠিক করছেন আদালত।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন শেরে বাংলা নগর থানা পুলিশ প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

২০১৮ সালের ১০ ডিসেম্বর বিকেলে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে এ মামলাটি দায়ের করা হয়। এ মামলার বাদী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে ড. এসএম নাসিফ শামস।

মামলাটির অভিযোগে বলা হয়, অধ্যাপক আবু সাঈদ কোনো কলেজে কখনো অধ্যাপনা করেছেন বলে সমাজের মানুষ বা তার জানান নেই। তবে, খন্ডকালীন প্রভাষক হিসেবে আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অল্প সময়ের জন্য কর্মরত ছিলেন বলে জনশ্রুতি আছে। আসামি অধ্যাপক না হয়েও বিভিন্ন জায়গায়, বই পুস্তকে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের হলফ নামায় অধ্যাপক পদবি ব্যবহার করেন। বর্তমানে আসামি গণফোরামের নেতা হয়ে ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষে এমপি পদপ্রার্থী হয়েছিলেন। এমপি পদে নির্বাচন করতে হলে তিন বছর আগে চাকরি ছেড়ে দিতে হয়, তাহলে প্রার্থী হওয়া যায়। আসামি বিভিন্ন বই লিখেছেন কোনো বইয়ের শিরোনামে কোন কলেজে অধ্যাপনা করেছেন এমন কোনো টাইটেল লেখকের পরিচয় হিসেবে বইয়ে লেখেন না।

আসামি অধ্যাপক না হয়ে অধ্যাপকের পরিচয় দিয়ে প্রতারণা করে আসছেন এবং জনগণের কাছে ভুল তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/জেএএম

অধ্যাপক আবু সাঈদ সাবেক প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর