Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুয়াইদোকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের স্বীকৃতি ৯ ইউরোপীয় দেশের


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে নয় গুরুত্বপূর্ণ ইউরোপীয় দেশ। ভিন্ন ভিন্ন ঘোষণায় গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে নয় দেশের নেতারা। এতে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট পদ নিয়ে সৃষ্ট উত্তেজনে আরও ঘনীভূত হল। খবর আল জাজিরার।

সোমবার (৪ ফেব্রুয়ারি) যৌথভাবে গুয়াইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, স্পেন, জার্মানি, ব্রিটেন, পর্তুগাল, সুইডেন, ডেনমার্ক, অস্ট্রিয়া ও নেদারল্যান্ড।

উল্লেখ্য, গত মাসে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা করেন দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান ও বিরোধীদলীয় নেতা গুয়াইদো। তার ঘোষণায় সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে সৃষ্টি হয় তীব্র সংকট। দেশটিতে গুয়াইদোর নেতৃত্বে অনুষ্ঠিত হয় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-বিরোধী বিক্ষোভ। ওই মাসেই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন মাদুরো। ২০১৮ সালের মে মাসে এক বিতর্কিত নির্বাচনে জয়ী হন তিনি।

এদিকে, গুয়াইদোকে সমর্থন জানানোয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলায় অভ্যুত্থান পরিকল্পনা করার অভিযোগ এনেছেন মাদুরো।

চলমান এই সংকটের মুখে মাদুরোকে এক সপ্তাহের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার শর্ত দিয়েছিল ইউরোপীয় দেশগুলো। অন্যথায়, গুয়াইদোকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছিল তারা। রোববার (৩ ফেব্রুয়ারি) ওই সময়সীমা শেষ হয়। এর মধ্যে কোন নতুন নির্বাচনের ডাক দেননি মাদুরো। ফলস্বরূপ সোমবার একজোট হয়ে গুয়াইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছে দেশগুলো।

বিজ্ঞাপন

এদিকে, গুয়াইদোর প্রতি সমর্থন বেড়েই চলেছে। নতুন করে তাকে সমর্থন জানিয়েছে লাটভিয়া ও লিথুয়ানিয়া।

ইউরোপীয় দেশগুলো গুয়াইদোর প্রতি যত দ্রুত সম্ভব স্বাধীন ও অবাধ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে।

এদিকে, ইউরোপীয় দেশগুলোর ঘোষণা প্রত্যাখ্যান করেছেন মাদুরো।
তিনি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজের প্রতি বলেন, যদি কোনদিন ভেনেজুয়েলায় অভ্যুত্থান ঘটে। যদি কোনদিন সামরিক হস্তক্ষেপ হয়। তাহলে আপনার হাতে রক্ত থাকবে জনাব পেদ্রো সাঞ্চেজ।

সারাবাংলা/ আরএ

ভেনেজুয়েলা হুয়ান গুয়াইদো

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর