Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় মাইক্রোবাস চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৭ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫২

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসের চাপায় ফাইজা তাহসিনা সূচি (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে উত্তরার রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের ১০ নম্বর ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান যে মাইক্রোবাসটি সূচিকে চাপা দিয়েছে সেটি একটি নাটকের শ্যুটিং ইউনিটের গাড়ি ছিল।

নিহত সূচি দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা ফাইজুল ইসলাম একজন সাংবাদিক। তিনি দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

নিহতের বাবা ফাইজুল জানান, সকালে পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছিল তার মেয়ে সূচি। রাস্তা পার হওয়ার সময় নাটকের শ্যুটিং ইউনিটের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৩-৪১৫৭) সূচিকে চাপা দেয়। এতে তার মাথা থেঁতলে যায়। রক্তাক্ত অবস্থায় সূচিকে দ্রুত উত্তরার বাংলাদেশ মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিন সারাবাংলাকে বলেন, সূচির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি আটক করা হলেও ড্রাইভারকে পাওয়া যায়নি। তাকে ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে বাসের ধাক্কা, ২ জনের মৃত্যু

সারাবাংলা/ইউজে/এসএমএন

ফাইজা তাহসিনা সূচি মাইক্রোবাসের ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর