Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকাল থেকে কুতুপালং শিবিরে অ্যাঞ্জেলিনা জোলি


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার: বাংলাদেশ সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এ যান জোলি। দুপুর পর্যন্ত সেখানেই অবস্থান করবেন তিনি। এসময় ক্যাম্পের শিশুদের সঙ্গে সময় কাটাবেন বিখ্যাত এই অভিনেত্রী।

রোহিঙ্গা ক্যাম্পে অ্যাঞ্জেলিনা জোলি

তবে বিকেলে ক্যাম্প-৫ এ সাংবাদিকদের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির কথা বলার সময় নির্ধারিত রয়েছে।

চারদিনের সফরে রোববার (৩ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশে আসেন জোলি। সোমবার (৪ ফেব্রুয়ারি) যান কক্সবাজার।

উল্লেখ্য, হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সালে থেকে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর আগে রোহিঙ্গা শিশুদের দেখতে এসেছিলেন জাতিসংঘের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া।

সারাবাংলা/এসএমএন

অ্যাঞ্জেলিনা জোলি ইউএনএইচসিআর কুতুপালং রোহিঙ্গা শিবির

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর