Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারিসে ভবনে আগুন, মৃত ৮, আটক ১


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৬

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কোন তথ্য পাওয়া যায়নি

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ফ্রান্সের রাজধানী প্যারিসের এক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন। দমকল কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

স্থানীয় সময় সোমবার (৪ ফেব্রুয়ারি) রাতে প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি আটতলা ভবনে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দমকলকর্মীও রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

স্থানীয় দমকল বিভাগের এক মুখপাত্র মৃতের সংখ্যা বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ভবনটির ওপরের তলাগুলোতে এখনো উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

২০০ দমকলকর্মী আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কোন ধারণা পাওয়া যায়নি।

এই ঘটনায় এক নারী সন্দেহভাজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। প্যারিসের প্রধান সরকারি আইনজীবী রেমি হেইতজ বলেছেন, সম্ভবত ইচ্ছাকৃতভাবে আগুনটি লাগানো হয়েছে।

বর্তমানে প্রায় ২০০ দমকলকর্মী আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/ আরএ

অগ্নিকাণ্ড প্যারিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর