মেহেরপুরে পিকনিকের বাসের ধাক্কায় কৃষকের মৃত্যু
৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে পিকনিকের বাসের ধাক্কায় এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে গৌরিপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম শমসের মালিথা (৬৫)। মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে তার বাড়ি।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, রাজশাহীর এম রহমান নার্সিং ইন্সিটিউটের ছাত্রী ও শিক্ষকরা মঙ্গলবার সকালে মুজিবনগরে শিক্ষা সফরে যাচ্ছিলেন। শারমিন পরিবহন নামের ওই বাসটি (ঢাকা মেট্রো জ-০৪-০১৩৮) মেহেরপুর শহর থেকে মুজিবনগরে প্রবেশের আগে গৌররিপুর মোড়ে পৌঁছায়। এসময় বৃদ্ধ কৃষক শমসের আলী বাইসাইকেলযোগে রাস্তা পার হচ্ছিলেন। বাসটি তাকে ধাক্কা দিলে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন শমসের মালিথাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আগেই মৃত্যু হয় ওই কৃষকের।
খবর পেয়ে বাসটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
সারাবাংলা/এসএমএন