রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা : রাজধানীর মালিবাগ-মৌচাক মোড়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হন আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারী। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ভোরে এক সিএনজি অটোরিকশা চালক অজ্ঞাত ওই নারীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে চলে যান। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাচ্চু মিয়া জানান, নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক হাসপাতালেল মর্গে রাখা রয়েছে।
সারাবাংলা/এসএমএন