তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২০ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২১
।। সারাবাংলা ডেস্ক ।।
পৃথক সড়ক দুর্ঘটনায় গাজীপুরের শ্রীপুরে দুজন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে একজন ও ঠাকুরগাঁওয়ে একজনের মৃত্যু হয়েছে। রোববার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ও সোমবার এসব দুর্ঘটনা ঘটে।
গাজীপুর: জেলার শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার এলাকায় কাভার্ড ভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাতটায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মৃত সুমন মিয়ার (২৫) বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলার সালদিঘা গ্রামের। এই ঘটনাতে মৃত অপরজন হলেন শরিফা আকতার (২২)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মরমেশ আলীর মেয়ে। সুমন নয়নপুর এলাকাতে মাংস বিক্রয় করতেন ও শরিফা স্থানীয় ডেকো কারখানাতে চাকরী করতেন বলে জানিয়েছে তাদের পরিবার।
শরিফার বোন নাছিমা জানান, পূর্ব পরিচিত সুমনের মোটরসাইকেলে করে মাওনা চৌরাস্তাতে মোবাইল সারাতে যাচ্ছিলো শরিফা। এমসি বাজার এলাকাতে একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে লবণ বোঝাই ট্রাকের চাপায় আল আমিন নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। সে বগুড়ার ধুনট উপজেলার পেচিবাড়ী গ্রামের কোরবান আলীর পুত্র। রোববার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের কালিতলা বাজার এলাকায় এই ঘটনার ব্যাপারে নিশ্চিত করেছে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়। এ সময় ট্রাক ও পিকআপের নিচে চাপা পড়া চালককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা উপ-পরিদর্শক (এস আই) সোহরাব হোসেন লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়ার কথা জানান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে আসা রংপুরগামী লবন বোঝাই ট্রাক কালিতলা বাজার এলাকাতে পৌঁছালে সামনে থাকা টমেটো বোঝাই একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাপা পড়ে ঘটনাস্থলেই পিকআপের চালকের মৃত্যু হয়।
ঠাকুরগাঁও: জেলার সদর উপজেলার নারগুন ইউনিয়নের ফুটানি হাট এলাকাতে ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে চালকের মৃত্যু ঘটেছে। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মাটি বোঝাই ট্রাক্টর আনলোড করার সময়ে আকস্মিকভাবে চাকার নিচে পড়ে চালকের মৃত্যু ঘটে। মৃত লিটন সদর উপজেলার বড় খোচাবাড়ী বাজারের জেনারেটর ব্যবসায়ী শরিফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায় ট্রাক্টরের বডি ইঞ্জিন থেকে বিচ্যুত হলে ট্রাক্টর চালক লিটন পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে চিকিৎসার জন্য তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই গাড়ী চালককে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/এসবি/এমআই