Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরেছেন এরশাদ


৪ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫৮ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: শারীরিক অবস্থার ‘উল্লেখযোগ্য’ উন্নতি হওয়ায় চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনেসর একটি বিমানে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ফিরেছেন ছোটভাই হুসেইন মোর্শেদ, তার স্ত্রী রুমানা মোর্শেদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিমানবন্দরে স্বাগত জানান পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি, হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র শাদ এরশাদ ও এরিখ এরশাদ।

এছাড়া উপস্থিথ ছিলেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু এমপি, গোলাম কিবরিয়া টিপু, সুনীল শুভরায়, এস এম ফয়সাল চিশতী, আজম খান, অধ্যাপিকা মাসুদা এম রশিদ, অ্যাডভোকেট সালমা ইসলাম, এ টি ইউ তাজ রহমান, ব্যরিস্টার দিলারা খন্দকার, রেজাউল ইসলাম ভূঁইয়া ও ফখরুজ্জামান জাহাঙ্গীরসহ জাতীয় পার্টি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গত ২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত মেডিকেল চেক-আপ ও চিকিৎসা শেষে সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান যোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সময়সূচি রয়েছে এরশাদের।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় বর্তমানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে হাসপাতালের বাইরে অবস্থান করছেন এরশাদ।

সারাবাংলা/ইএইচটি/এমআই

এরশাদ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর